নাম ছাড়া ফেইসবুক আইডি | Without name Facebook ID 2022
আজ দেখাবো কিভাবে নাম ছাড়া ফেইসবুক আইডি খুলবেন। ফেইসবুক আইডির নাম ছাড়া খুলতে হলে একটা কোড দরকার। আর সেটা আমি দিবো। আর দেখিয়ে ও দিবো। কিভাবে করবেন নাম ছাড়া ফেইসবুক আইডি।
নোট: ফেইছবুক অ্যাপ বা ফেইসবুক লাইট ব্যবহার করবেন না। যে কোনো ব্রাউজার ব্যাবহার করুন। এতে কোনো সমস্যা হবে না।
নোট (২) : এমন একটি নাম্বার / ইমেল ব্যবহার করবেন। যেটা দিয়ে এর আগে কোনো একাউন্ট খোলা হয়নি।
প্রথমে যে কোনো ব্রাউজার থেকে faceboom.com এ যাবেন। এবং সেখানে প্রথম নামের ঘরে এবং শেষ নামের ঘরে এই কোড টি বসিয়ে দিবেন।
(ՙՙ)
(কপি করে ব্রেকেট কেটে দিবেন। select all ব্যবহার করে কপি করবেন)

এর পরে ইমেল/নাম্বারে পিন পাবেন। সেটা দিয়ে দিবেন। এখানে ইমেল দিয়ে খুললে ইমেলের ইনবক্সে মেল যাবে।

এখানে কোড বসাবেন।
Congratulations! আপনার একাউন্ট খোলা হয়ে গেছে।

তো, এই ছিল কিভাবে নাম ছাড়া ফেইসবুক আইডি খুলবেন। নাম ছাড়া ফেইসবুক আইডি খুললে আপনাকে কিছু কাজ করতে হবে। মনে রাখবেন যেন ইমেইল আইডি এবং নাম্বার এড থাকে।
Dissimilar :
- This tricks is just for Educational Purposes. This Will be Not for harm any thing and it’s not for make any crime.
- এই কন্টেন্ট কোনো অবৈধ কাজে ব্যবহারের জন্য না। শুধু মাত্র শিখার উদ্দেশ্য
You have to Upload Your own face (real pic) if you don’t do this. Well, al least 15 days don’t upload any pictures of any celebrity.
(কোনো সেলিব্রিটির ছবি ব্যবহার করবেন না। কিছু দিন)
Must be add a phone number if you open your full blank id with email.(নাম্বার এড করবেন যদি ইমেল দিয়ে খুলেন)
Turn On Two Step verification with Google Authentication.(টু স্টেপ ভেরিফিকেশন এড করে নিবেন)
কম ফেন্ড / মেসেজ আদান প্রদান করবেন প্রথম সপ্তাহ। তাহলে আর আইডি ডিএকটিভ হবে না।