এন্ড্রয়েড ফোনের অ্যাপ ইনস্টল না হওয়ার কারণ
অ্যাপ ইন্সটল হয় না কেন হওয়ার অনেকগুলো কারণ আছে তার মধ্যে সাধারণ কিছু কারণ নিয়ে আজ আমরা কথা বলবো Android মূলত একটি অ্যাপস এর যে EXTENSION সাপোর্ট দেয় সেটি হচ্ছে .APK এর ফুল মিনিং হচ্ছে Android application package.
প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় না কেন
মূলত প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড না হওয়ার মূল কারণ হচ্ছে স্টুরেজ কম। ধরেন, আপনার মোবাইলে 16gb, ৩২জিবি কিংবা 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।
আপনি যদি প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করেন কিংবা যে কোন ভাবেই অনেকগুলো অ্যাপস যদি আপনার মোবাইলে থাকে সে ক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যেতে পারে কিংবা ধরেন আপনি কোন একটি কার্ড বা মেমোরি কার্ড ব্যবহার না করে শুধুমাত্র ইন্টারনাল স্টোরেজে অনেকগুলো ভিডিও অডিও কিংবা অ্যাপস রাখেন সে ক্ষেত্রে ইন্টারনাল স্টোরেজ ফুল হয়ে যেতে পারে
এবং আপনার অ্যাপস ইন্সটল হবে না যদি আপনি আপনার ইন্টারনাল স্টোরেজ ফুল করে বসে থাকেন আর বলেন যে অ্যাপ ইন্সটল হয় না কেন তাহলে হবে না আপনাকে আপনার ইন্টারনাল স্টোরেজ একটু খালি রাখতে হবে।
প্লে ষ্টোর থেকে অ্যাপস ডাউনলোড না হওয়ার সমাধান
আপনার মোবাইলে যদি যথেষ্ট স্টোরেজ খালি থাকে। এবং তারপরও যদি অ্যাপ ইনস্টল হয় না। তবে, বেশ কিছু কাজ করতে পারেন।
“১. Clear Cash & Clear Data”
আপনি আপনার Play store app এর সব ডাটা ক্লিয়ার করে নেন। এবং ক্লিয়ার কেশ ও দিয়ে দিবেন।
তারপর, মোবাইল রিস্টার্ট দিবেন। এবং আবার প্লে ষ্টোর আপডেট দিবে।
এক্ষেত্রে আপনি আপনার প্লে স্টোর অ্যাপ টি নিচের দেওয়া অ্যাপ টি থেকে আপডেট করে নিবেন।
আশা করি অ্যাপ ইন্সটল হয় না কেন এর সমাধান পাবেন।
মেমোরি কার্ড থেকে অ্যাপস ইন্সটল হয় না কেন
যদি আপনি সঠিক এন্ড্রোয়েড অ্যাপস ডাউনলোড করে থাকেন তাহলে অবশ্যই হওয়ার কথা তবে কিছু কিছু ক্ষেত্রে হয়না।
কারণ অনেকগুলো আছে যেমন ধরেন, হয়তো আপনার মোবাইলের ভার্সন এর সাথে আপনার অ্যাপসের ভার্সনের মিল নেই অথবা ধরেন আপনি এমন একটি ভার্সন ডাউনলোড করেছেন যেটি হাই কনফিগারেশনের মোবাইলের জন্য।
আরেকটি বিশেষ কারণ হলো আপনার মেমোরী কার্ডে যদি অনেকদিন ধরে অ্যাপস গুলো থাকে এক্ষেত্রে অ্যাপস গুলো নষ্ট হয়ে যায় এবং ইন্সটল হয় না।
উপরে দেখেন আমি আমার মেমোরি কার্ডে অনেক আগে কিছু অ্যাপস দেখেছিলাম যখন আমি তার থেকে একটি অ্যাপস ইন্সটল দিতে গেলাম তখন এরকম সমস্যা আসলো।
অ্যাপ ডাউনলোডের উপায়?
যখন মেমোরি কার্ড থেকে এবং প্লে স্টোর থেকে ইন্সটল হয় না তখন আরও একটি সিস্টেম সমাধান আছে এটা ঠিক করার জন্য একটি উপায় আছে চলুন দেখে নিই.
প্রথমে এই apkpure এই ওয়েবসাইটে ডুকে নিচে স্ক্রিনশট দেওয়া অ্যাপস টি ডাউনলোড করুন।

ডাউনলোড করার পর এই অ্যাপসটি থেকে আপনি আপনার ফোনের মডেল অনুযায়ী অ্যাপস ডাউনলোড হবে এবং আশা করি কোন ইরর আসবেনা. এছাড়াও এই অ্যাপ দিয়ে আপনি XAPK ও ইনস্টল করতে পারবেন।
N.B : XAPK হলো APK এর মডিফাইড ভার্সন। যেটা মূলত কম্পেস করে বানানো।
তো, এই ছিলো এন্ডয়েড অ্যাপ ইন্সটল হয় না কেন তার কারণ ও সমাধান।
যদি এর পরও কোনো সমাধান না পান তবে কমেন্ট করুন। আমি আপনাকে সাহায্য করতে পারি।
best regards
Seohelpzone
Seo help zone
Read More Article
Facebook Full Blank Id code 2022 [