এসইও কি | এসইও কত প্রকার | অফ পেজ এসইও কি | Remarkable change

এসইও কি? কিভাবে করতে হয় ? এসইও ফুল টিউটোরিয়াল

এসইও এবং একটি কেস স্টাডি

এসইও সম্পর্কে জানতে হলে একটা ঘটনা শুনুন।আমি আমার লাইফে যত গুলো কাজ করেছি তার মধ্যে কনফিউজিং কাজ টা হলো এসইও।

এসইও এমন একটি জিনিস যা আপনাকে রীতিমতো চমকে দেবে।

এখনো,  ৯০% মানুষ এসইও করেই যায় কিন্তু এর অ্যালগারিদম বুঝে ন

এসইও করার মূল কারখানা হলো গুগল। মানে, গুগলে কত টা রেঙ্ক করা যায় সেই চিন্তাই হলো একজন ডেভলপারের কিংবা সাইটের মালিকের। আরার, সেই গুগলের অনেক প্রাক্তন কর্মকর্তা বলেছেন তারা গুগলের এসইও অ্যালগারিদম আজও বুঝন নি।

এসইও করার আগে এর কিছু জিনিস সম্পর্কে পরিষ্কার ধারণা দরকার।

আজতের এই পর্বে আমরা শুধু SEO এর জন্য কিকি করণীয় এবং এ সব কোথায় পাবো।  কিভাবে কি দিয়ে এসইও করে সে সম্পর্কে জানবো।

এসইও কি?

এসইও হলো Search Engine Optimization এর সংক্ষিপ্ত রুপ।

সত্যি কথা বলতে এসইও হলো সম্পূর্ণ সার্চ ইঞ্জিন সম্পর্কিত একটি প্লাটফর্ম। এবং এসইও হলো সার্চ ইঞ্জিন দ্বারা মানুষ কে  তথ্য বা কন্টেন্ট এর সহজলভ্যতা ও এক্সেস দেওয়ার একটি অর্গানিক প্রক্রিয়া।

এসইও

যেখানে সার্চ ইঞ্জিন নিয়ে প্রতিনিয়ত যুদ্ধ চলছে। 

কে কতটা রেঙ্ক করবে। কে কত কার থেকে এগিয়ে থাকবে। এই সবই হলো মূলত এসইও।

আমরা যে এসইও নিয়ে এত স্টাডি করি। এত শিখি কিন্তু আমাদের এসইও শিখা হয় না।

কারণ এগুলো কেউ বলে না। আমি আপনাদের বলব

seohelpzone আপনাদের পাশে আছে SEO সম্পর্কিত সব সমস্যা নিয়ে।

তো এবার এসইও কি সেটা সহজ ভাষায় শিখবো। আর যেহেতু প্রথমে আমাদের কিছু জিনিস মনে রাখবে শেখা লাগবে এসইও সম্পর্কে জানতে হলে।এই জন্য আমি সম্পর্কে বলার জন্য তিনটি ভাগে ভাগ করে নিয়েছে।

এসইও কি? প্রথমে তার উদাহারন শিখি!

আমাদের দেশের দুইটি বড় অনলাইন মার্কেট প্লেস হচ্ছে দারাজ ও রকমারি। এখন আমি একজন ক্রেতা। আমি জানি কোনো কিছু খুজতে হলে আমাকে কোনো ব্রাউজারের সার্চ অপশনে লিখলেই চলে আসবে। আমি লিখলাম “২০২২ সালের সেরা ফোন এবং দাম”এবার কত গুলো রেজাল্ট আসবে।

একবার ভাবুন তো। আপনি যখন কোনো কিছু গুগলে খুজেন তখন কোনো সার্চ রিজাল্টে ক্লিক করেন?

নিশ্চিত ভাবে আপনি ১-৩ এর মধ্যে থাকা রেজাল্ট এ ক্লিক করবেন।

এখন যদি এই ১-৩ এর ভেতরে দারাজ থাকে এবং রকমারি এখানে জায়গা করতে না পারে তাহলে তাদের কাস্টমার হারালো।

টিক এই ভাবে কিন্তু আমাদের ওয়েবসাইটের ট্রাফিকও আসে।

এটা হলো একটা এসইও এর ফলাফল। যে যত বেশি ভালো এসইও করতে পারবে তার ওয়েবসাইট তত বেশি রেঙ্ক করবে। যেতেতু এসইও রেজাল্ট বা ফলাফল নিয়ে কত বলছি তাহলে এই জিনিস টা ও ক্লিয়ার করতে চাই যে

সার্চ রেজাল্ট কত প্রকার

সার্চ  রেজাল্ট মূলত দুই প্রকার। 

  1.  পেইড রেজাল্ট
  2. অর্গানিক রেজাল্ট

যদিও এগুলো কে অন্য ভাবে বলা হয়। আমি আমার ভাষায় বলতে চেষ্টা করেছি।

পেইড সার্চ রেজাল্ট কি?

যখন কোনো সার্চ রেজাল্টের সাথে Ad কথাটি যুক্ত থাকে এবং এই রেজাল্ট গুলো মূলত সার্চ রেজাল্টের প্রথমে থাকে। এ গুলো গুগল কে পে করার মাধ্যমে করা হয়। যেহেতু এ গুলো টাকার বিনিময়ে করা হয় তাই এই রেজাল্ট গুলোর নাম হলো পেইড রেজাল্ট।

অর্গানিক সার্চ রেজাল্ট কি?

পেইড রেজাল্ট বাদে অন্য সব রেজাল্ট কে অর্গানিক রেজাল্ট বলা হয়।এ  গুলো মূলত এসইও এর মাধ্যমে সার্চে তুলে ধরা ( বা সার্চ ইঞ্জিনের আনা) হয়।

এখন একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলি।

আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য পেইড ট্রাফিকের ব্যবস্থা করবেন তখন একটা কথা মনে রাখবেন  যে, পেইড ট্রাফিক আপনার ওয়েবসাইটের ট্রাফিক কিন্তু ততটা বাড়াতে পারে না।

তবে হ্যাঁ,  সার্চে প্রথমে আসবে। এক্ষেত্রে আপনি যদি এমর কিওয়ার্ড এর উপর ইনভেস্ট করেন যেটার পেইড ডিফিকাল্টি (PA) ১৫+ তবে তো লাভের বদলে লস ও হতে পারে। একটা জিনিস দেখাই বিষয় টা ভালো ভাবে বুঝতে পারবেন।

কত পারসেন্ট মানুষ পেউড সার্চে ক্লিক করে?

রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে, ৮০-৯০% মানুষ পেইড ট্রাফিকে ক্লিক করে না। এর মধ্যে একটা ছোট পরিসংখ্যান দেখাতে চাই।

এখন আপনি জানেন যে কোনটা পেইড সার্চ রেজাল্ট এবং কোনটা অর্গানিক। আপনি বেশির ভাগ ক্ষেত্রে কি করেন? অবশ্যই পেইডে (ad) সার্চে ক্লিক করেন না। কারণ এ গুলো প্রমেশনাল।

অনেক বকবক করা হলো। এবার কাজের কথা আসি।

এসইও করার জন্য টুলস গুলো নিয়ে কথা বলা যাক। এর পরে এসইএ প্লাটফর্ম নিয়ে কথা বলা হবে।

Types of SEO – এসইও এর প্রকারভেদ

এসইও প্রধানত দুই প্রকার

  1. অন পেইজ এসইও
  2. অফ পেইজ এসইও

অন পেইজ এসইও কি?

অন পেইজ এসইও হলো একটি ওয়েবসাইটের সব কিছুর ডিজাইন,  লেআউট, ইমেইল অপটিমাইজেশন, নেগিভেশন এই সব কিছু টিক টাক করার নামই হলো অন পেইজ এসইও। অন পেইজ এসইও এর আরেক টি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পেইজ স্পিড

এটি দুই ভাবে মাপা হয়।  একটা হলো মোবাইল পেইজ স্পিড এবং অন্যটি ডেক্সটপ  পেইজ স্পিড। এর মধ্যে মোবাইল পেইজ স্পিড গুরুত্বপূর্ণ। একটি ওয়েবসাইটের এসইও রেঙ্কিং অনেকটাই নির্ভর করে সে ওয়েবসাইটের অন পেইজ এসইও এর উপর।

একটি ওয়েবসাইটের টোটাল ডিজাইন, লেন্ডিং পেইজ, এই সব কিছু অপটিমাইজ না হলে একটি ওয়েবসাইট কখনোই গুগল  বা অন্য সার্চ ইঞ্জিনে রেঙ্ক করবে না। সো, এতে আমার বুঝলাম যে, একটি ওয়েবসাইটের ভেতর কার সব বিষয় গুলোকে অন পেইজ  এসইও বলে।

অফ পেইজ এসইও কি?

অফ পেইজ এসইও হলো একটি ওয়েবসাইটের ব্যাকলিংক, পিংনিং, বুকমার্কিং, আরএসএস সাবমিশন, ডাইরেক্টরি সাবমিশন, গুগোল রেঙ্ক,  গুগোল ইনডেক্সিং কিওয়ার্ড রিসার্চ, রেঙ্ক মনিটরিং, ব্লক পোস্টিং, কমেন্ট পোস্টিং, গেস্ট পোস্টিং ইত্যাদি সবগুলো বিষয়কে একসাথে অফ পেজ এসইও বলে।

এসইও টুলস কি?

এসইও টুলস হলো এমন একটি টুলস যার মাধ্যমে পুরো এসইও প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এবং এই টুলসের মাধ্যমে এসইও এর প্রত্যকটি কাজ করা যায়।

এসইও টুলস কত প্রকারের?

এসইও টুলস মূলত সাত প্রকারের। এগুলো হলো

  1. Technical SEO tools
  2. Link Building tools
  3. Rank Tracking
  4. Keyword research
  5. Backlink Analysis tools
  6. Video SEO
  7. Content Optimization

এই সাতটি টুলস কি? কেন ব্যবহার করা হয়? ফ্রি না পেইড? এই সমস্ত প্রশ্ন নিয়ে তৈরী করেছি একটি আর্টিকেল।  আশা করি এই আর্টিকেল পড়ে ফ্রি তে অনেক টুলসের ব্যবহার শিখতে এবং জানতে পারবেন।

তো, যখন আপনি এসইও টুলস সম্পর্কে জেনে নিবেন তখন আপনাকে ফেক্টর গুলো জেনে নিতে হবে। এখন প্রশ্ন হলো এসইও ফেক্টর কি? আসলে আমি যখন এসইও নিয়ে রিসার্চ করি তখন এমন কিছু বিষয় সম্পর্কে জানি যে গুলো এসইও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন কিছু বিষয় আছে যে গুলো ছাড়া এসইও করা সম্ভব নয়।

এসইও ফেক্টর – SEO Factor

দেখুন এখানে আগেই বলে নিই। যে, আপনাকে ভালো কিছু পেতে হলে কষ্ট  করতে হবে । আর এখানে আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্সের ভিত্তি তে এসইও করছি। সো, একটু বিষয় গুলো আগে পরে হবে।

Seo factor

  1. ব্যাকলিংক
  2. মেটা ডেসক্রিপশন
  3. মেটা এলিমেন্ট
  4. কিওয়ার্ড রিসার্চ
  5. ইন্টারনাল লিঙ্কিং
  6. পেইজ অপটিমাইজেশন
  7. ইমেজ অপটিমাইজেশন
  8. ALT এট্রিবিউশন
  9. মোবাইল এক্সপেরিয়েন্স
  10. পেইজ স্পিড
এসইও

এই সব গুলো ফেক্টর যদি শিখে ফেলেন ব্যাস।  আপনার এসইও শিখা ৮০% শেষ।এগুলোর পরেও কিছু জিনিস আছে যে গুলোও এসইও এর জন্য গুরুত্বপূর্ণ।

Seo software – এসইও সফটওয়্যার

এসইও করতে হলে কিছু সফটওয়্যারের প্রয়োজন। কারন কোনো কাজ করতে হলে সে কাজ টা কোন যন্ত্র দিয়ে করতে হবে সেটা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। তো, এবার আমরা এসইও এর যে সফটওয়্যার গুলো ভালো সে গুলো জানবো।

SEO SOFTWARE/WEBSITE

এখানে বেশ কিছুস ফটওয়্যার আছে। যে গুলো ওয়াল্ড পপুলার এবং খুবই কার্যকর। এই সফটওয়্যার গুলো নিসন্দেহে ব্যবহার করতে পারবেন

সফটওয়্যার গুলো হলো….

“Moz
SEMrush
Ahref
Screming Frog
Conductor
Google (google keyword Planner)
Google Analytics
Spyfu
Yoast SEO
Google search console
Monitor backlink
Serpstat
WooRank
Majestic
Answer the public
Google Trends”

এই পোষ্টে মূলত এসইও কি এবং এসইও এর সংক্ষিপ্ত আলোচনা করা হলো।   এবং পরর্বতী পোষ্ট গুলো তে প্রত্যেকটি ধাপের বিস্তারিত আলোচনা করবো।

এসইও এর অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো ইমেজ অপটিমাইজেশন।   ইমেজ অপটিমাইজেশন সম্পর্কে জানতে ক্লিক করুন উপরে দেওয়া লিংকে।এছাড়া গুগলের টুলস ব্যবহার করে কিভাবে ওয়েবসাইট চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন।

How to turn on only 4G mode [ Absolutely LTE/NR Mode ]

WordPress vs Blogger Which One is the Best for Your website?

1080p video player for android [ 100% free & working ]

Breadcrumbs issue solve in bangla – ব্রেডক্রাম্বস প্রবলেম কিভাবে টিক করবো

Leave a Comment