শীতে কাশি হলে কি করবো? কাশির ঔষধ কি?

শীতকালে কাশি একটি পরিচিত রোগ। শীতে কাশি থেকে মুক্তি পেতে বেশ কয়েকটি প্রন্থা অবলম্বন করা যায়। তবে, একবার কাশি পেয়ে বসলে অনেক সময় মেডিসিন ছাড়া আর কমতেই যেনো চায় না।

শীতকালে কাশি হলে কি করবো?

শীত কালে কাশি প্রচন্ড রকমের জ্বালাতন করে ছোট থেকে বড় সবাই কে তো নিচে মেডেসিন ছাড়াও কয়েকটি উপায়ে এটি থেকে রক্ষা পেতে পারেন।

  • মহিলা হলে যথাসম্ভব টান্ডা পানি এড়িয়ে চলুন। গরম পানি দিয়ে রান্নার কাজ সারতে চেষ্টা করুন।
  • হালকা গরম পানিয়ে দিয়ে গোসল করতে পারেন।
  • রং চা কাশিতে খুবিই কার্যকরি।।
  • আর যদি রেস্তোরাঁর কফি খেতে পারেন তবে কাশি ৮০% কমতে বাধ্য
  • গরম কাপড় পরিধান করবেন
  • চাইলে গামছা জাতীয় কিছু দিয়ে গলা বেধে রাখতে পারেন। এতে খুব কাজে আসবে৷ তবে সেটা হতে পারে রাতে। দিনে তো আর গামছা গলায় দিয়ে হাটতে যেতে পারেন না। বা কাজে যেতে পারেন না।।

কাশির মেডিসিন কি?

ওয়েল, কাশি হলে ডাক্তার আপনার মাত্রা অনুযায়ী ঔষধ প্রদান করবে। এক্ষেত্রে ছোটদের কাশি হলে একরকম ঔষধ আর বড়দের হলে একরকম।

  • যদি আপনার বয়স ১৮-৩০ এর ভেতরে হয় তবে এই দুইটা মেডিসিন খেতে পারেন
    • .M-Lucas 10 mg
    • Trevax 500mg

প্রতিদিন রাতে ১টা করে খাবেন।

আশা করি দুই দিনেই/একদিনেই কাশি সেরে যাবে।

শীতকালে কাশি হলে কি করবো?

শীতকালে কাশি হলে কি করবো?

ছোটদের কাশির মেডিসিন কি বা ছোটদের কাশির ঔষধ কি খাওয়াতে পারি

ছোটদের জন্য Toffen খাওয়াতে পারেন। এটা খুব কাজের একটা ঔষধ৷

তবে, ছোটদের কাশির জন্য ডাক্তারের পরামর্শ নেন। হতে পারে কাশি না হয়ে অ্যাজমা হয়ে গেলো।

Leave a Comment