কিভাব অনলাইনে স্মার্ট কার্ড চেক করবো
কখন স্মার্ট কার্ড পাবেন সেটা দেখবেন কিভাবে?
অনেকেই স্মার্ট কার্ডের জন্য আবেদন করে বেস আছেন।
কিন্তু জানেন না এই স্মার্ট আইডি কার্ড টি কখন দিবে।
এবং সবচেয়ে বড় কথা হলো এটি কোথায় থেকে আনবেন।
এই পোষ্টে বিস্তারিত জানতে চাইলে পুরো পোষ্ট টি ভাল করে পড়ে নিন। স্মার্ট কার্ড স্ট্যাটাস
কোথায় থেকে স্মার্ট আইডি কার্ড সংগ্রহ করব?
প্রথমে বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে যাবেন।
এখানে গেলে একটি পেইজ আসবে এই রকম।
এখানে,
প্রথম ঘরে
আইডি কার্ড নম্বর দিবেন।
২য় ঘরে
জন্ম তারিখ
৩য় ঘরে
জন্ম মাস
৪র্থ ঘরে
জন্ম সাল বা বছর
এসব তথ্য দেওয়ার পর নিচের মতো আপনার তথ্য টি হবে।
বিশেষ করে জন্ম মাস টি ভাল করে লেখবেন।
যদি ১-৯ পর্যন্ত হয় তবে সামনে একটি ০ দিয়ে শুরু করবেন।
যেমন আমার ৮ নম্বর মাস। সেক্ষেত্রে ০৮ হবে।।
নিচে লক্ষ্য করুন।
এখন নিচের ক্যাপচা পূরণ করুন
ক্যাপচা কি? কিভাবে পূরণ করা লাগে?
নিচে একটি ক্যাপচা
এটি সাধারণত মানুষ আর রোবটকে পার্থক্য করার জন্য ব্যবহার করা হয়।
এখানে খেয়াল করলে দেখবেন এখানে সব গুলো ছোট হাতের অক্ষর আছে এবং এখানে xcwed আছে।
সব সময় ছোট অক্ষর থাকে না। কোনো কোনো সময় বড় অক্ষর, কোনো কোনো সময় বড় অক্ষরের সাথে ছোট অক্ষর, কোনো কোনো সময় বড় অক্ষরের সাথে ছোট অক্ষর এবং সাথে নাম্বার থাকে
রিজাল্ট (স্মার্ট কার্ড স্ট্যাটাস)
নিচের ছবির দিকে লক্ষ্য করুন।
এখানে আপনার সব তথ্য পাবেন।
বিশেষ করে
কোথায় স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হবে
সেটি একদম শেষের কলামে থাকে।
আশা করি বুঝতে পালেন বিষয় টি🥱
না বুঝলে কমেন্ট করুন নিচে 😑
এই ভাবে খুব সহজে
অনলাইনে স্মার্ট আইডি কার্ড চেক করতে পারবেন।
আরো পড়ুন :
seohelpzone
Seo help zone