Song Name : Notun Sutro
Brand : Shunno
Notun Sutro lyrics
আধারের মাঝে পড়ে থাকি
অন্ধকার স্বপ্ন নিয়ে একা আমি
জিবনের সব আশা গুলো
এক স্বপ্ন লোকে, সব স্মৃতি গুলো।
এক নতুন স্রোতে
জানালার ধারে স্রোতে মিশে
নতুন স্বপ্ন সাজাই
পুরনো স্মৃতি দুঃস্বপ্ন করে কাগড়ে মোড়াই।
আনমনে একা ভাসি, এত ভিড়েও নিজেকে আকি
একা আমি।
জিবনের সব আশা গুলো
এক স্বপ্ন লোকে হারিয়ে, সব স্মৃতি গুলো
এক নতুন স্রোতে
জানালার ধারে স্রোতে মিশে
নতুন স্বপ্ন সাজাই
পুরনো স্মৃতি দুঃস্বপ্ন করে কাগজে মোড়াই
জানালার ধারে স্রোতে মিশে
নতুন স্বপ্ন, পুরনো স্মৃতি দুঃস্বপ্ন করে।