আজকাল বিকাশ ব্যবহার করে না বা বিকাশ নেই এমন মানুষ কম। আর বিকাশের পাসওয়ার্ড ভুলে গেলে বা বিকাশ পাসওয়ার্ড ভুলে যাওয়া একটি কমন বিষয়। বিকাশ পিন ভুলে গেলে খুব সহজেই কিন্তু ঘরে বসে বিকাশ পিন রিসেট করতে পারবেন। আজ আমি শিখাবো কিভাবে খুব সহজে বিকাশের পিন রিসেট করবেন (how can reset my bkash forgot password)
বিকাশ বাংলাদেশের অন্যতম একটি মোবাইল ব্যাংকিং সিস্টেম। যেটি মূলত ব্রাক ব্যাংকের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
“Bkash password vule gele koroniyo : Bkash forget password er jonno kichu easy steps ase je gulu follow korle kub sohoje bkash PIN reset kora jabe. Akon amra dekbo kibave bKash.
কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়? How to rest Bkash Password
বিকাশের পাসওয়ার্ড রিসেটের জন্য বেশ কয়েকটি ইনফরমেশন দরকার হয়। বিকাশ পিন রিসেট করার সময় এই ইনফরমেশন গুলো চাইবে। নিচের লিস্ট গুলোর মধ্যে ডে কোনো একটি ট্রানজেকশনের সঠিক তথ্য থাকতে হবে। নিচে ইনফরমেশনের একটি তালিকা দেওয়া হলো
- সর্বশেষ ক্যাশ ইন
- সর্বশেষ ক্যাশ আউট
- সেন্ড মানি
- মোবাইল রিচার্জ
- ব্যাংক ট্রান্সফার
- কার্ড ট্রান্সফার
- বর্তমান ব্যালেন্স
- যার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট তার আইডি কার্ড
প্রথম ধাপ
প্রথমে আপনার বিকাশ অ্যাপ অপেন করুন। তারপর “পাসওয়ার্ড ভুলে গেছেন ” অপশনে ক্লিক করুন।

তারপর আপনাকে নিচের স্কিনসটের মতো এক টা পেইজে নিয়ে যাবে। এবং এখানে সব নির্দেশনা দেওয়া আছে যে, কিভাবে বিকাশের পাসওয়ার্ড রিসেট করতে হয়। তো চলুন দেখি কি সেই নির্দেশনা।

২য় ধাপ (কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়)
প্রথমে মোবাইলের ডায়াল অপশন থেকে *২৪৭# ডায়াল করতে হবে। এটি হলো বিকাশের ডিফল্ট ডায়াল নাম্বার। তো, এই কোড ডায়াল করার পর একটি মেনু দেখা যাবে। মেনু থেকে ১০ নাম্বারে থাকা Reset PIN অপশন টি বেচে নিতে হবে। মানে 10 ডায়াল করতে হবে।

৩য় ধাপ (কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়)
১০ ডায়াল করার পর আপনাকে আপনার যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার দিতে হবে। অবশ্যই যেটা দিয়ে বিকাশ একাউন্ট খোলা হইছে।
- আইডি কার্ড নাম্বার
- পাসপোর্ট নাম্বার
- ড্রাইভিং লাইসেন্স নং
যেটা দিয়ে বিকাশ আইডি খুলা হয়েছে।

৪র্থ ধাপ (কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়)
এবার আপনার ডকুমেন্টে দেওয়া জন্মসাল টি এখানে দিতে হবে। জাস্ট জন্ম সাল দিবেন। কোনো তারিখ বা মাস লাগবে না। Example : 1995

৫ম ধাপ (কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়)
এখন এই সব পেমেন্ট এবং সাভির্সের যে কোনো একটির সঠিক তথ্য দিতে হবে। মনে রাখতে হবে যে সার্ভিসের তথ্য দিবেন সেটি ৯০ দিন বা ৩ মাসের ভিতরে হতে হবে।
Example : মনে করুন আপনি কত টাকা পেমেন্ট করেছেন মনে নেই। তাহলে লাস্ট ক্যাশ আইটের তথ্য দিতে পারেন। অথবা ক্যাশ ইনের তথ্য দিন। হতে পারে লাস্ট বিল পেমেন্ট করেছেন সেটা তো মনে থাকার কথা। বিকাশের পিন রিসেটের জন্য এটা অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই অবশ্যই এটা ভালো ভাবে করতে হবে। সঠিক তথ্য দিতে হবে।

৬ষ্ট ধাপ (কিভাবে বিকাশ পাসওয়ার্ড রিসেট করতে হয়)
আমি পেমেন্ট অপশন টা সিলেক্ট করলাম। কারণ আমার মনে আছে আমি কত টাকা পেমেন্ট করেছিলাম। তো এখানে জাস্ট টাকার পরিমান লিখবেন। যদি পেমেন্ট টি এভাবে হয় ১০.৫০ (দশ টাকা পঞ্চাশ পয়সা) তাহলে জাস্ট টাকার পরিমান হবে। মানে ১০ টাকা হবে।

শেষ ধাপ
ওকে, আপনি আপনার বিকাশ পাসওয়ার্ড রিসেটের জন্য সাকসেসফুলি অ্যাপলিকেশন করে ফেলেছেন। এবং অবশ্যই এই রকম একটি পপ-আপ মেসেজ পেয়েছেন।

শেষ ধাপ ( পিন রিসেট মেসেজ)
যদি আপনি আগের কাজ গুলো অথ্যাৎ ইনফরমেশন গুলো সঠিক দেন। তাহলে আপনাকে একটি মেসেজ দিবে। এবং যদি আপনার তথ্য গুলো সঠিক না হয় তবে এই রকম নিচের স্কিনসটের মতো একটি মেসেজ আসবে।

কিভাবে বিকাশ পিন রিসেট করবো?
প্রথমে আপনি পিন রিসেট করার জন্য একটি টেম্পোরারি পিন পাবেন মেসেজের মাধ্যমে। যদি আপনার ইনফরমেশন গুলো সঠিক হয়। যেমনটি আগে বলেছিলাম।

First Step
মেসেজ এর মাধ্যমে পাওয়া পিন টি মনে রাখবেন। এবং ডায়াল অপশন থেকে *২৪৭# চেপে মেনুতে প্রবেশ করুন। এবং 1 ডায়াল করুন।

Second Step
এই মেনু থেকে আবার ১ নং অপশন বেছে নিন।

Third Step
এখন আপনাকে SMS এর মাধ্যমে যে পিন দেওয়া হয়েছে সেটি এখানে Old PIN এর জায়গায় দিন। Old পিন মানে ওটা নয় যেটা আপনি ভুলে গেছেন। এখানে মেসেজের মাধ্যমে যেটা আসছে সেটা হলো ওল্ড বা পুরনো পিন।

fourth Step
এই বার নতুন একটি পিন প্রদান করুন। অবশ্যই ৫ ডিজিটের পিন দিবেন।
ভুলেও ১২৩৪৫ এই সব পিন দিবেন না। বা ৬৫৪৩২ এই রকম পিন দিবেন না। এক্ষেত্রে এমন একটি পিন দিবেন যেটা কখনো ভুলবেন না। হতে পারে আইডি কার্ডের নাম্বারের কোনো ৫ টি ডিজিট কিংবা আপনার মোবাইল নাম্বারের যে কোনো ৫ টি ডিজিট।

Warning About Bkash Frauds
বিকাশ প্রতারক ইদানিং উপবৃত্তির টাকা দিবে বলে একটি মেসেজ দেয়। এবং ফোন দিতে বলে। পরে পিন চায়। এক্ষেত্রে অনেক সময় বলে আপনার জন্মসারের সাথে পিন মিলিয়ে বলতে। এরকম কেউ যদি ফোন দিয়ে বলে পিন বলার কথা তাহলে বুঝে নিবেন সে প্রতারক। আপনার আশে পাশের সাধারণ মানুষকে জানিয়ে দিন। বিকাশ কতৃপক্ষ কখনোই বিকাশ পাসওয়ার্ড চায় না। বরং প্রতারক বিকাশ পাসওয়ার্ড চায়।
Worning About Bkash
If you want to know about FB Blank id then you can read this article.